নামাজ পড়ার জন্য প্রয়োজনীয় কতিপয় সূরা

Siyam Hasan
By -
0
নামাজ পড়ার জন্য প্রয়োজনীয় কতিপয় সূরা

সূরা ফাতেহা

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ

الدين - إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ

الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ

وَلَا الضَّالِّينَ آمِينَ

উচ্চারণ: আলহামদু লিল্লাহি রাব্বিল আলামনি, আর রাহমানির রাহীম, মালিকিইয়াও মিদ্দীন, ইয়‍্যাকানা'বুদু ওয়া ইয়্যা কানাস তাঈন, ইহদিনাছ ছিরাতাল মুস্তাকিম। ছিরাত্বাল্লাজীনা আন্‌আমতা আলাইহিম, গাইরিল মাগদুবি আলাইহিম, অয়্যালাদ দোয়াল্লীন। আমীন!

অর্থ: সকল প্রশংসা সৃষ্টিজগতের প্রতি পালক আল্লাহর জন্যই। যিনি পরম করুণাময় ও দয়ালু। যিনি প্রতিদান দিবসের মালিক আমরা তোমারই  ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল সোজা পথ প্রদর্শন করুন। তাদের পথে যাদেরকে আপনি অসীম দেয়াসত দিয়ে সৌভাগ্য মাঞ্চিত করেছেন। আর তাসের পথে নহে যারা অভিশপ্ত ও পথেই।

সুরায়ে নাস

بسم الله الرحمن الرحيم

قُلْ أَعُوذُ بِرَبِّ التلي - ملك الثاني - إله النَّسِ مِنْ شَرِّ الْوَسْواس القتالي - الذي يوسوس في صُدُورِ الثاني من الجنة والناس

উচ্চারণ: স্কুল আর্ট'তু বিরারবিন্ন্যাস, মালিকনীল্লাস, ইলাহিল্লাস। মিনশাররিল ওয়াসে ওয়াসিল খন্ন্যাস, অভল্লাভী ইউ ওয়াস উত্তীসু কীছুলুনিপ্লাস। মিনাল জিন্নাতি ওয়াল্লাস।

 প্রার্থনা করছি। মানুষের বাদশাহর সাহায্য প্রার্থনা করছি, মানুষের ইবাদতের উপযুক্ত মাবুদের আশ্রয় প্রার্থনা করছি। কু-মন্ত্রনা সানকারি শয়তানের অপকারিতা হতে আশ্রয় প্রার্থনা করছি। যে মানুষের হৃদয়ে কু-মন্ত্রনা দেয় জীন জাতি ও মানব জাতি হতে। অর্থাৎ সেই কুমন্ত্রন্য সানকারী মানুষ হউক বা জ্বীন হউক আসি তার থেকে আশ্রয় প্রার্থনা করছি।

সুরায়ে ফালাক

بسم الله الرَّحْمَنِ الرَّحيم

قل أعوذ برب الفلق من شَرِّ مَا فَلَوْ وَ مِنْ شَر فسق إِذَا وَقَبَ وَمِنْ شَرَا الشَّفَتِ فِي الْعُقَدِ وَمِنْ شَوَ حَلِيمٌ


উচ্চারণ: স্কুল আউযু বিরাব্বিল ফালাহ্। মিনশাররিমা খালাক। ওয়ামিন শাররি গাসিস্থিন ইজা ওয়াক্বাব। ওয়া মিন শাররিন নাফফা-ছা-তি ফিল উন্মাদ ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ।

অর্থঃ (হে নবী) আপনি বলুন আমি প্রভাতের মালিকের আশ্রয় প্রার্থনা করছি। সকল সৃষ্টি জীবের অপকারিতা হতে। আর অন্ধকার রজনীর অপকারিতা হতে যখন তা সমাগত হয়। আর প্রস্তিতে ফুৎকারিনী নারীদের অপকারিতা হতে এবং হিংসুকের অপকারিতা হতে।

সূরায়ে ইখলাছ

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ - قُلْ هُوَ اللَّهُ أَحَدُ اللهُ الصَّمَدُ لَمْ يَلِد

ولم يولد ولم يكن لَهُ كُفُوًا أَحَدٌ



উচ্চারণঃ কুলহুওয়াল্লা-হু আহাদ। আল্লাহুচ্ছামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইথ্ লাদ ওয়ালাম ইয়াবুল-লাহু- কুফুওয়ান আহাদ।

অর্থঃ (হে নবী) আপনি বলুন তিনি আল্লাহ এক। আল্লাহ্ অনুখাপেক্ষী। তিনি কাউকে জন্য দেননি এবং তিনিও কারো থেকে জন্ম নেননি এবং কেহই তার সমকক্ষ নহে।

সূরায়ে লাহাব

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ تبت يدا أبي لهب وتَبُ مَا أَغْنى عَنْهُ مَالَه وما كسب - سيصلي نَاراً ذَاتَ لَهَبٍ وَمُرَانُ - حَمَّالَة الْحَلْت فِي جِيدِ هَا حَبْلُ مَنْ مسد -

উচ্চারণ: তাব্বাত ইয়াদা আবীলাহাবিন ওয়াতাব্বা, মা-আগনা আনহু মালুহু ওয়ামা-কাসাব, সাইয়াছলা নারান জাতা লাহাবিও ওয়ামারাআতুহু। হাম্মা লাতাল হাতাব, ফী-জীদিহা হাবলুম মিম্ মাসাদ।

অর্থঃ ধ্বংস হউক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হউক সে নিজেই তার ধন সম্পদ তার কাজে আসেনি এবং সে যা উপার্জন করেছে তাও তার উচ্চারণ: স্কুল আউযু বিরাব্বিল ফালাহ্। মিনশাররিমা খালাক। ওয়ামিন শাররি গাসিস্থিন ইজা ওয়াক্বাব। ওয়া মিন শাররিন নাফফা-ছা-তি ফিল উন্মাদ ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ।

অর্থঃ (হে নবী) আপনি বলুন আমি প্রভাতের মালিকের আশ্রয় প্রার্থনা করছি। সকল সৃষ্টি জীবের অপকারিতা হতে। আর অন্ধকার রজনীর অপকারিতা হতে যখন তা সমাগত হয়। আর প্রস্তিতে ফুৎকারিনী নারীদের অপকারিতা হতে এবং হিংসুকের অপকারিতা হতে।

সূরায়ে ইখলাছ

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ - قُلْ هُوَ اللَّهُ أَحَدُ اللهُ الصَّمَدُ لَمْ يَلِد

ولم يولد ولم يكن لَهُ كُفُوًا أَحَدٌ



উচ্চারণঃ কুলহুওয়াল্লা-হু আহাদ। আল্লাহুচ্ছামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইথ্ লাদ ওয়ালাম ইয়াবুল-লাহু- কুফুওয়ান আহাদ।

অর্থঃ (হে নবী) আপনি বলুন তিনি আল্লাহ এক। আল্লাহ্ অনুখাপেক্ষী। তিনি কাউকে জন্য দেননি এবং তিনিও কারো থেকে জন্ম নেননি এবং কেহই তার সমকক্ষ নহে।

সূরায়ে লাহাব

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ تبت يدا أبي لهب وتَبُ مَا أَغْنى عَنْهُ مَالَه وما كسب - سيصلي نَاراً ذَاتَ لَهَبٍ وَمُرَانُ - حَمَّالَة الْحَلْت فِي جِيدِ هَا حَبْلُ مَنْ مسد -

উচ্চারণ: তাব্বাত ইয়াদা আবীলাহাবিন ওয়াতাব্বা, মা-আগনা আনহু মালুহু ওয়ামা-কাসাব, সাইয়াছলা নারান জাতা লাহাবিও ওয়ামারাআতুহু। হাম্মা লাতাল হাতাব, ফী-জীদিহা হাবলুম মিম্ মাসাদ।

অর্থঃ ধ্বংস হউক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হউক সে নিজেই তার ধন সম্পদ তার কাজে আসেনি এবং সে যা উপার্জন করেছে তাও তার ভাই। (হে নই) আপনি ভতুন করে কাদের সালাত। তোমরা যে, বেতার উপাসনা কায়ছবি তার এবং আমি যে সারার উপাদন ভরছি, তোমরাও সে সত্তার উপাসক সত্ত। না আমি তোমাদের উপাবকদের ইবাদত করব, না তোমরা আমার উপাস্য আল্লাহ তায়ালার ইবাদত করবে। তোমরা তোমাদের প্রতিফল প্রাপ্ত হবে এবং আমরা আমাদের প্রতিফল প্রার

সুরায়ে কাওছার

بسم الله الرحمن الرحيمانا الطيئة الكوثر فصل لربك والحرمان كان عايتك هو البشر

উচ্চারণঃ ইন্না আ'তাইনা কালকাওছার। ফাছাল্লি লিলিকা ওয়ানহার ইন্না শা-নিহাকা হুয়াল আবতার।

অর্থঃ নিশ্চয় আমি আপনাকে কাউয়ার দান করছি। সুতরাং আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন ও কুরবানী করুন। নিঃসন্দেহে যে আপনার প্রতি বিয়েষ পোষণকারী তারই লেজ কাটা। অর্থাৎ আপনার শত্রু নাম নিশ্চিহ্ন হয়ে যাবে। আর আপনার নাম কিয়ামত পর্যন্ত বাকি থাকবে।


সূরায়ে মাউন

بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين - فذلك الذي بدعالْيَتِيمَ وَلايَحْضُ عَلى طَعَامِ المِسْكِين قويل للْمُصلين الذينَ هُمْ مَنْ صَلَاتِهِمْ سَامُونَ - الدينهم براشون - وَيَمْتَعُونَ الْمَامُونَ -

উচ্চারণ : আরাআইতাল্লাজী-ইউকান্দিবু বিদ্দীন। ফাযা-লিকাপ্রাযী ইয়ানু'উল ইয়াতীম। ওয়ালা-ইয়াহুদ্দু আলা-ধোআ'মিল মিসকীন। কাওয়াইপুরিল মুয়াল্লীনাল্লাযী না হুম আন ছালা-তিহিম সা-হুন। আল্লাযীনা হন ইত্বর-উনা ওরায়ামনাউনাল মা-উন।

১০২ অর্থঃ আপনি কি জানেন না ঐ সকল লোকদের কথা যারা কিয়ামতছে। বা বিচার দিবসকে অস্বীকার আর ইয়াতীমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। যার মিসকীনকে অন্ন দানে উৎসাহিত করে না। অতএব এ সকল নামাজীর। জন্য অতিশয় অনিষ্ট রয়েছে, যারা স্বীয় নামাজে অমনোযোগী থাকে এবং যার লৌকিকতা বা লোক দেখানর জন্য করে এবং গৃহ কর্মের ব্যবহার উপযোধ সাধারণ সামগ্রী ধার দিতে নিষেধ করে।

সূরায়ে কোরায়িশ

بسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِلا يلف قريش - الفهم رِحْلَةَ الشَّتَاءِ وَالصَّيْفِ فَلْيَعْبُدُوا رَبُّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُمْ مَنْ جُوْعِوَآمَنْهُمْ مَنْ خَوْفٌ

উচ্চারণ: লিঙ্গ-লা-ফি কেরাইশিন্ ই-লা-ফিহিম রিহলাতাশ ই-লা-ফিহিম রিহলাতাশ্ শিতা-ই ওয়াচ্ছাইফ। ফালইয়া'বুদ রাব্বা হা-যাল্বাইতল লাজী-আত্ আমাহুম মিনজউওঁ ওয়া আ-মানাহুম মিন খাউফ।

অর্থ: কুরাইশদের আসক্তির কারণে তাদের আসক্তি শীত ও গ্রীষ্মকারে সফল করার অতঃপর তারা যেন এ ঘরের প্রতি পালকের ইবাদত করে, যিনি তাদেরকে ক্ষুধার্ত কালীন খাদ্য দান করেছেন। আর দিয়েছেন তাদেরকে ভয় ভীতি হতে নিরাপত্তা।

সূরায়ে ফীল

الم تربِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحبِ الْفِيلِ - أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلِ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجيل - فَجَعَلَهُمْ كَعَصْفَ مَأْكُول -

উচ্চারণ: আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আছহাবিল্ ফীল। আলামইয়াজ আল কাইদাহুম ফী-দালীলিওঁ ওয়া আরসালা আলাইহিম্ ত্বাইরান্ আবা'বীল তারমী-হিম বিহিজা'রাতিম মিন্ সিজ্জীল। ফাজাআলাহুম কাআছুফিম্ মা'কুল।

অর্থঃ হে মুহাম্মদ (স) আপনি কি জানেন না আপনার প্রতিপালক হস্তী বাহিনীর সাথে কি আচরণ করেছেন, তাদের হীন ও কূট কৌশলকে কি ব্যর্থ করে দেননি? আর তাদের উপর প্রেরণ করলেন আব্বাবিল পাখি, যারা তাদের উপর কঙ্কর নিক্ষেপ করেছেন। অতঃপর আল্লাহ্ তায়লা তাদেরকে ভক্ষিত খোসার ন্যায় করে দিয়েছেন।


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)