২০২৩ সালে সবচেয়ে বেশি জনপ্রিয় যেসব ইউটিউব চ্যানেলে

publisher team
By -
0


ইউটিউব হচ্ছে আমেরিকান সোশ্যাল মিডিয়া এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, ইউটিউব বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম।সিনেমা, গান, নাটক সব কিছুই রয়েছে এখানে। ইউটিউব পে রয়েছে নানান ধরনের টপিকসের ভিডিও এছাড়া ইউটিউব থেকে অনেকেই মাসে ডলার টাকা আয় করছেন,ইউটিউব চ্যানেল খুলেও আর্নিং করতে পারেন। 

ইউটিউবে বিভিন্ন টপিক্সের  চ্যানেল রয়েছে। যেসব চ্যানেলে রয়েছে কোটি কোটি সাবস্ক্রাইবার, কোটি কোটি ভিউ। মাসে সেখান থেকে আয় করছেন ডলার। তবে জানেন কি? এ বছর অর্থাৎ ২০২৩ সালে কোন চ্যানেলগুলো সাবস্ক্রাইবারের দিক থেকে এগিয়ে আছে? আসেন সেই সম্পর্কে আমরা জেনে নেই, এয়ারটেল টি সুন্দর করে পড়েন। এর আগের বছর অর্থাৎ ২০২২ সালে এই তালিকায় শীর্ষে ছিল আমেরিকার মিস্টারবিস্ট। এবার তাকে পেছনে ফেলে সবার শীর্ষে আছে ইউটিউব চ্যানেল টি-সিরিজ। এটি একটি ভারতীয় চ্যানেল, এটি একটি মিউজিক  লেবেল ২৫৪ মিলিয়ন সাবস্ক্রাইবার  (২৫ কোটি ৪০ লাখ) সাবস্ক্রাইবার রয়েছে। এটি একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থা, যা গান রেকর্ড ও ডিসট্রিবিউট করে,একটি কোম্পানির ইউটিউব চ্যানেল। 


এরপরে তালিকায় রয়েছে, আমেরিকার মিস্টারবিস্ট চ্যানেলের গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি। ২১৭ মিলিয়ন (২১ কোটি ৭০ লাখ) মানুষ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে। এই চ্যানেলে, জিমি ডোনাল্ডসন বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করে। এখানে অনেক ধরনের চ্যালেঞ্জিং ভিডিও করা হয় এই চ্যানেলে। তার মানে তারা তাদের উচ্চ প্রোডাকশন ভিডিওর জন্য পরিচিত।


তালিকার ৩য় অবস্থানে আছে তিন নম্বরে রয়েছে কোকোমেলন। এই চ্যানেলটিতে ১৬ কোটি ৮০ লাখ গ্রাহক রয়েছে, যা শিশুদের কার্টুন ভিডিয়োগুলোর জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। চতুর্থ স্থানে রয়েছে সনি এন্টারটেইনমেন্ট ইন্ডিয়া, এর সাবস্ক্রাইবার সংখ্যা ১৬ কোটি ৫০ লাখ। এ সকল ইউটিউব চ্যানেল গুলি হচ্ছে শিষ্যের ইউটিউব চ্যানেল।পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে কিডস ডিয়ানা শো এবং লাইক নাস্টিয়া চ্যানেলগুলো। উভয় চ্যানেলের যথাক্রমে ১১ কোটি ৫০ লাখ এবং ১১ কোটি ১০ লাখ গ্রাহক রয়েছে।সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে পিউডিপি এবং ভলাদ এবং নিকি চ্যানেল, যাদের ১১ কোটি এবং ১০ কোটি ৬০ লাখ গ্রাহক রয়েছে। তালিকায় জি মিউজিক কোম্পানি এবং ডব্লিউডব্লিউই রয়েছে নয় এবং দশম স্থানে। তাদের সাবস্ক্রাইবার যথাক্রমে ১০ কোটি ২০ লাখ এবং ৯৭ লাখ ৯ হাজার।


এখানে যে ইউটিউব চ্যানেলের কথা উল্লেখ করা হয়েছে সকল চ্যানেলই হচ্ছে একটি বড় সাসক্রাইভ পেলে ইউটিউব চ্যানেল আশা করি আমাদের এই নিবেন দুটি থেকে আপনার অনেক কিছু জানতে পারছেন আশা করি আমাদের সাথে থাকবেন। 


আমরা আর্টিকেল  মাধ্যমে আপনাদেরকে দেখাতে চেয়েছি যে আমাদের দেশে বা কত ইউটিউব চ্যানেল আছে, আপনারা চাইলে অনেক ধরনের ভিডিও তৈরি করতে পারেন, ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন, আপনারা চাইলে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে প্রতিদিন ভিডিও আপলোড করে লক্ষ লক্ষ সাবস্ক্রাইব করতে পারেন এবং আর্নিং করতে পারেন। 





থ্যাংক ইউ ফর পাবলিশার টিম সিয়াম হাসান নিউস লিমিটেড 



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)